বাবা বাংলাদেশী, মা রোহিঙ্গা

টেকনাফে ভোটার নিবন্ধনের ছবি তুলতে এসে আটক যুবতী

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ১১:৫৯ অপরাহ্ণ

বাবা বাংলাদেশী ও মা রোহিঙ্গা হওয়ায় ভোটার নিবন্ধনের ছবি তুলতে এসে ধরা পড়েছে কোহিনুর আকতার নামের এক যুবতী। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লাতুরীখোলা এলাকার মোহাম্মদ ছিদ্দিকের মেয়ে। তবে মা ছেনোয়ারা বেগম মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।

আজ রবিবার(৭ আগস্ট) সকাল ১১টায় টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে ছবি তুলতে আসলে তার তথ্যাদি ভুয়া প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাচন অফিসার মো. বেদারুল ইসলাম তাকে টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।

উপজেলা নির্বাচন অফিসার মো. বেদারুল ইসলাম জানান, আটককৃত যুবতী টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের লাতুরী খোলার মোহাম্মদ ছিদ্দিকের মেয়ে তবে মা ছেনোয়ারা বেগম মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক হিসেবে তালিকাভুক্ত। মিথ্যা তথ্য-উপাত্ত দিয়ে কাগজপত্র সংগ্রহ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চেষ্টা করে।

বিষয়টি আইনসম্মত না হওয়ায় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান নির্বাচন অফিসার মো. বেদারুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত