টেকনাফে বিজিবি চেকপোস্টে তল্লাশির নামে প্রবাসীকে নির্যাতনের অভিযোগ

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৭:০৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বিজিবি চেকপোস্টে তল্লাশির নামে প্রবাসীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনে আহত আবদুল্লাহ (৩৫) নামে ওই ব্যক্তি কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শীলখালী বিজিবি চেকপোস্টে গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ বুধবার (৭ সেপ্টেম্বর) ভোররাত দেড়টার দিকে আহত আবদুল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজিবি’র সদস্যদের হাতে মারধরের শিকার প্রবাসী টেকনাফ উপজেলার কায়ুকখালী পাড়ার মৃত শফিউজ্জামানের পুত্র।

এ ঘটনায় বিজিবি’র বিরুদ্ধে কোনো অভিযোগ না দিতে একটি ভিডিও ধারণ করা হয় বলে জানান ভুক্তভোগী প্রবাসী।

আবদুল্লাহ জানান, কিছুদিন আগে মায়ের মৃত্যুর সংবাদ শুনে মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। তার দু’টি স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী টেকনাফ ও দ্বিতীয় স্ত্রী কুমিল্লায় থাকেন।

তিনি বলেন, “কুমিল্লা থেকে টেকনাফে এসেছিলেন মায়ের কবর জিয়ারত করতে। কবর জিয়ারত শেষে প্রথম স্ত্রী থেকে বিদায় নিয়ে সন্ধ্যায় টেকনাফ থেকে নীলদরিয়া নামের মিনি বাস যোগে কক্সবাজার ফেরার পথে শীলখালী বিজিবি চেকপোস্টে পৌঁছালে বিজিবি’র একজন সদস্য আমার দেহ তল্লাশি করে। কিছু না পেয়ে একটি গোপন টর্চার কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি করে।”

তিনি আরো বলেন, “এসময় বিজিবি’র সদস্যরা কিছু না পেয়ে তোর কাছে ইয়াবা আছে বলে থাপ্পড় মারে। স্যার, আমার কাছে কিছু নেই বললেও লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। কিছুক্ষণ মারধরের পর একটি খালি জায়গায় নিয়ে ইয়াবা আছে বলে বল প্রয়োগ করে মলত্যাগ করায়। এতেও ইয়াবা না পেয়ে বিজিবি’র দুই সদস্য ক্ষিপ্ত হয়ে শালার ব্যাটা তোর কাছে ইয়াবা আছে বলে আবারো মারধর করেন। তাতে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। কিছুক্ষণ পর মুমূর্ষু অবস্থাতে আমাকে একটা গাড়িতে তুলে দেয়। ঐ গাড়িটা আমাকে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় এসে ফেলে দিয়ে চলে যায়।”

কক্সবাজার বাস টার্মিনালে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় সংবাদকর্মী শামসুল আলম শ্রাবণ। তিনি সেখান থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

শ্রাবণ বলেন, “তাকে উদ্ধারের পর জানতে চাইলে আবদুল্লাহ বলেন তাকে বিজিবি চেকপোস্টে ইয়াবা না পেয়ে মারধর করা হয়েছে। পরে আমি তার অবস্থার অবনতি দেখে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি।”

এই বিষয়ে জানতে চাইলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, অভিযুক্ত তিন বিজিবি সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুন্দর সমাজ প্রতিষ্ঠায় আহমদুল হকের চিন্তা-দর্শন ছড়িয়ে দিতে হবে: সিআইইউতে রুমি সম্মেলন
পরবর্তী নিবন্ধতারা চোরাই-ছিনতাই করা মোবাইল বিক্রি করছিল ফুটপাতে