সীতাকুণ্ডে তিন মৎস্য আড়তকে ৩৫ হাজার টাকা জরিমানা

জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ, লাইসেন্স না থাকা ও নবায়ন না করা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ১০:১৩ অপরাহ্ণ

বিক্রির জন্য জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ, লাইসেন্স না থাকা ও নবায়ন না করায় সীতাকুণ্ডের তিনটি মৎস্য আড়তকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) এ জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, “জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সীতাকুণ্ড বাজারে ‘কল্যাণী এগ্রো ফিস্ ফিড’-এর লাইসেন্স নবায়ন না করায় মৎস্য ও পশু খাদ্য আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ‘বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস্ ফিডস লি.’-এর লাইসেন্স না থাকায় পাঁচ হাজার টাকা এবং সীতাকুণ্ড মৎস্য আড়তে জেলিযুক্ত চিংড়ি পাওয়ায় ‘ভাই ভাই মৎস্য আড়ত’কে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান কামাল উদ্দীন চৌধুরী।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ৯ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধ৩৮নং ওয়ার্ড যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ