ফটিকছড়িতে ৯ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৯:৩৮ অপরাহ্ণ

ফটিকছড়ি সদর বিবিরহাট বাজার, কাজিরহাট বাজার, নারায়াণহাট ও হেঁয়াকো বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান।

এসময় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ দ্রব্য রাখা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ৯ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন বিএসটিআই চট্টগ্রাম-এর পরিদর্শক, ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বেশি দামে পণ্য বিক্রি করায় সাতজনকে জরিমানা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে তিন মৎস্য আড়তকে ৩৫ হাজার টাকা জরিমানা