মোনাজাত-মাহফিলের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ১০:৩৮ অপরাহ্ণ

মসজিদে মসজিদে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত, মিলাদ মাহফিল, দরুদ, জিকির, কিয়ামের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। শবে বরাতের তাৎপর্য ও ফজিলত নিয়ে চলছে আলোচনা।

তারপর সমবয়সীদের সঙ্গে দলবেঁধে সবাই যাচ্ছেন মুরুব্বি ও প্রিয়জনদের কবর জেয়ারতে। অনেককে রাত জেগে কোরআন তেলাওয়াত, নামাজসহ বিভিন্ন নফল এবাদতের প্রস্তুতি নিতে দেখা গেছে।

নগরীর দামপাড়া ওয়াসা মোড়ের জমিয়তুল ফালাহ মসজিদের সামনে আতর, টুপি, মেসওয়াক, তসবিহ, মাস্ক, আগরবাতি, মোমবাতি, জায়নামাজ, পাঞ্জাবি, পাজামা, নামাজ শিক্ষা ও দোয়া-দরুদের বই, মুখরোচক নানা খাবার, শরবত, চায়ের স্টলসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

একই দৃশ্য চোখে পড়েছে অন্যান্য অনেক বড় মসজিদের সামনেও।

শুধু জমিয়তুল ফালাহ নয় এশার নামাজে সব মসজিদেই ছিল উপচেপড়া ভিড়। নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লি আসেন জামাতে নামাজ আদায় করতে। বেশ কিছু মসজিদ বর্ণিল বাতি দিয়ে সাজানো দেখা গেছে। কিছু মসজিদে বাড়তি মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদের ছাদ, বারান্দা ও সড়কের একপাশে জায়গা করে দেওয়া হয়েছে।

মসজিদ ছাড়াও চট্টগ্রামের মাজার, খানকাহ, দরবার শরিফগুলোতেও ভাবগম্ভীর পরিবেশে শবে বরাতের এবাদত করছেন ভক্তরা।

পূর্ববর্তী নিবন্ধ৯৯৯ নম্বরে ফোন করার পাঁচ মিনিটের মধ্যে ২ ছিনতাইকারী আটক
পরবর্তী নিবন্ধঢাকায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭