ঢাকায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭

উদ্ধার অভিযান স্থগিত

আজাদী অনলাইন | বুধবার , ৮ মার্চ, ২০২৩ at ১২:২৩ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকার সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। এ ঘটনায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধার অভিযান রাতের মতো স্থগিত করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার আগে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়।

রাত ১০টা ৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম নামের একজনের মৃত্যু হয়।

সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দিন।

এদিকে, ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, সিয়ামের মৃত্যু নিয়ে এই পর্যন্ত ১৭ জন মারা গেছে হাসপাতালে।

তিনি জানান, পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসি’র বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দু’টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা।

এগুলোর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলার নিচতলাও বিধ্বস্ত হয়েছে।

সিদ্দিক বাজারে বিস্ফোরণ ঘটা ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় উদ্ধার অভিযান রাতের মতো স্থগিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী মঙ্গলবার রাত ১১টার পর বলেন, “পিলারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে ভেতরে ঢুকে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। তাই উদ্ধার অভিযান রাতের মতো স্থগিত করা হয়েছে। আমরা কাল আবার দেখব।”

পূর্ববর্তী নিবন্ধমোনাজাত-মাহফিলের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত
পরবর্তী নিবন্ধউখিয়ার কুতুপালং ক্যাম্পে ফের রোহিঙ্গা নেতা খুন