সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ৯ বাংলাদেশীর মৃত্যু

আজাদী অনলাইন | শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৬:১০ অপরাহ্ণ

সৌদি আরবে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশী ও এক ভারতীয় নাগরিকসহ ১০ জনের মৃত্যু হয়েছে। রাজধানী রিয়াদের ৩৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত আল আহসা শহরের হুফুফ ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

আজ শনিবার (১৫ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে আল আহসা ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকার একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা সংঘটিত হয়। এতে ৯ জন অভিবাসী বাংলাদেশী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ও ২ জন আহত হন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে কাউন্সেলর (শ্রম) মুহাম্মাদ রেজায়ে রাব্বী দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থল, হুফুফ কিং ফাহাদ হাসপাতাল মর্গ এবং সিভিল ডিফেন্স কার্যালয় পরিদর্শন করেন ও প্রয়োজনীয় সহায়তা দেন।

ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার বাংলাদেশী কর্মী বিপ্লব হোসেন ও মো. জুয়েল হোসেন দূতাবাস প্রতিনিধিকে জানান, একজন ভারতীয় নাগরিকের পরিচালনাধীন সোফা কারখানাটিতে ১৪ জন বাংলাদেশী কর্মী কাজ করতেন। শুক্রবার জুমার নামাজ শেষে খাওয়া-দাওয়া করে কারখানার উপরের আবাসনে কর্মীরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নিচ থেকে আগুন আগুন চিৎকার শুনে তারা দু’জন দ্রুত সিঁড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। চারদিকে কালো ধোঁয়ায় অন্ধকারে প্রবেশপথ আচ্ছন্ন হয়ে যায়। তারা অনুমানের ওপর নির্ভর করে সুস্থ অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন কিন্তু অন্যান্য সহকর্মীরা কালো ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যান। তিনজন কর্মী ঘটনার সময় কারখানার বাইরে থাকায় আক্রান্ত হননি।

নিহতরা হলেন, ১) মো. রুবেল হোসাইন (পাসপোর্ট নম্বর: বিসি ০২৩৭০৫৫) পিতা- জফির উদ্দিন, ঠিকানা- বারইপাড়া, বাগমারা, রাজশাহী; ২) মোহাম্মদ উবায়দুল (ইকামা নম্বর: ২৩৮৪১৯৭৮৯৯), পিতা- মো. দবির উদ্দিন, ঠিকানা- খাজুরা চান্দপুর, জনার্ধন বাটী, নলডাংগা, নাটোর; ৩) রমজান (ইকামা নম্বর: ২৪৭২৪৭০৫৮৮), পিতা- আইজাক প্রামানীক, ঠিকানা- ঝনঝনিয়া, শাহগুলা, আত্রাই, নওগা; ৪) মোহাম্মদ সাজেদুল ইসলাম (পাসপোর্ট নম্বর: এই৬৩২৬৮৪১), পিতা- জমির, ঠিকানা- বারইপাড়া, বাগমারা, রাজশাহী; ৫) আরিফ (ইকামা নম্বর: ২৫৩৫১৭৬৩৩৯), পিতা- মো. শাহাদাত হোসাইন, ঠিকানা- বারইপাড়া, বাগমারা, রাজশাহী; ৬) বারেক সরদার (ইকামা নম্বর: ২২৪৭৪৩৯৮৫০), পিতা- রহমান সরদার, ঠিকানা- উদয়পুর, ভাংগা জাঙ্গাল, আত্রাই, নওগাঁ; ৭) মো. জুবায়েত ঢালী (পাসপোর্ট নম্বর: বিডব্লিউ ০৬৭৩৪০৭), পিতা- ইউনুস ঢালী, ঠিকানা- সস্তান, ফাসিয়াটুলা, কালকিনি, মাদারীপুর; ৮) সাইফুল ইসলাম (ইকামা নম্বর: ২৫২৯৯২২৩২৬), পিতা- মৃত আলাউদ্দীন, ঠিকানা- হেমায়েতপুর-বলিয়ারপুর, নগরকুন্দা, সাভার, ঢাকা; ৯) মো. ফিরুজ আলী সরদার (পাসপোর্ট নম্বর: ইই ০৫৮১২৭৪), পিতা- মো. আনিসুর রহমান সরদার, ঠিকানা- বড় মাধাইমুরি, কাতিলা, বাগমারা, রাজশাহী।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি মরদেহগুলো দ্রুত বাংলাদেশে প্রেরণ বা স্থানীয়ভাবে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শ্রমকল্যাণ উইংকে নির্দেশ দিয়েছেন।

এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সার্বিক সহায়তার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রদূত। রিয়াদস্থ শ্রম কল্যাণ উইং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে সড়ক দুঘর্টনায় নিহত ১, আহত ৪
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা হয়নি জামায়াতের