সাতকানিয়ায় এবার ২ গরু-৫ ছাগল চুরি

চোরের ছুরিকাঘাতে পথচারী আহত

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ১০:৪৭ অপরাহ্ণ

সাতকানিয়ায় আবারো ২টি গরু ও ৫টি ছাগল লুট করে নিয়েছে চোরের দল। এসময় চোরের ছুরিকাঘাতে এক পথচারী আহত হয়েছে।

গতকাল বুধবার গভীর রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাদার বাড়ি এলাকা এ ঘটনা ঘটে।

এদিকে, গত মঙ্গলবার রাতেও কেঁওচিয়ার আমতল ও হাদিয়ার মার পাড়া থেকে ৫টি গরু লুটে নেয় চোরের দল। ওই সময় চোরের গুলিতে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়।

কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান ওচমান আলী জানান, ঘটনার দিন রাত তিনটার দিকে মাইক্রোবাস যোগে একদল চোর মাদারবাড়ি এলাকায় আসে। চোর দলের প্রত্যেক সদস্যের হাতে ধারালো অস্ত্র ছিল। এসময় তারা সোনা মিয়ার গোয়াল ঘর থেকে ২টি গরু ও ৫টি ছাগল নিয়ে যায়।

এছাড়াও এলাকার মো. আলী নামের একজনের মুদির দোকানের দরজা কেটে চাল, চিনি ও তেলসহ মুদির মালামাল নিয়ে যায়।

চোররা গরু, ছাগল ও মুদির দোকানের মালামাল লুটে নিয়ে পালানোর সময় সাতকানিয়া রাস্তার মাথার আড়তদার মো. নুরু তদের সামনে পড়লে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান।

তিনি আরো জানান, এর আগের দিন রাতেও কেঁওচিয়ার আমতল এবং হাদিয়ার মার পাড়া থেকে ৫টি গরু লুটে নিয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, গরু চুরি ঠেকাতে ইতিমধ্যে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। গরু চোরদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী‌তে ৮০ হাজার জ‌রিমানা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু