বাঁশখালী‌তে ৮০ হাজার জ‌রিমানা

ভ্রাম‌্যমাণ আদাল‌তের অভিযান

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ১০:২৯ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার কালীপু‌রে, পুকু‌রিয়া ও পৌরসভার হারুন বাজারে বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃ‌ত্বে ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে ৮০ হাজার ৫০০ টাকা জ‌রিমানা আদায় করা হ‌য়ে‌ছে।

আজ বৃহস্প‌তিবার (২৩ মার্চ) ‌বিকাল থে‌কে রাত ৮টা পর্যন্ত উপজেলার গুনাগরী, হারুনবাজার ও চাঁদপুর বাজারে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এই সময় মূল্য তালিকা সংরক্ষণ না করায়, মেইনরোডের উপর দোকানের মালপত্র রাখায়, নির্ধারিত মূল্যের অধিক মূল্য পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, হাতুড়ে চিকিৎসা করায় মোট ২০টি প্রতিষ্ঠানের ২০ জন ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ড্রাগ এ্যাক্ট ১৯৪০, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯, দণ্ডবিধি ১৮৬০ ধারায় ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ ব‌্যাপা‌রে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ব‌লেন, “আসন্ন রমজা‌নে সাধারণ জনগণ যা‌তে যথাযথ মু‌ল্যে তা‌দের নিত‌্যপ্রয়োজনীয় দ্রব‌্যা‌দি বিক্রয় ক‌রে তার জন‌্য এ অ‌ভিযান নিয়‌মিত প‌রিচালনা করা হ‌বে।”

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় টাকার বিনিময়ে ধর্ষককে ছেড়ে দেয়ায় ৩ পুলিশ প্রত্যাহার
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় এবার ২ গরু-৫ ছাগল চুরি