রাঙ্গুনিয়ায় খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎকর্মী বিদ্যুৎস্পৃষ্টে আহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৭ মে, ২০২২ at ৮:০৭ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় বিদ্যুতের খুঁটিতে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিমুল ওয়াদুদ (৩৫) নামে এক পল্লী বিদ্যুৎকর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ঘাটচেক রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। বিদ্যুৎ বন্ধ রেখে খুঁটিতে কাজ করার পর কীভাবে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটলো বিষয়টি রহস্যজনক বলছেন প্রত্যক্ষদর্শীরা। এই বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কিছু বলতে পারেনি।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার দিকে বিদ্যুৎকর্মী মনিমুল খুঁটিতে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি খুঁটিতে ঝুলতে থাকেন। পরে পল্লী বিদ্যুৎকর্মীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জোবাইদা নাহার বলেন, “আহত ব্যক্তির ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।”

পল্লী বিদ্যুতের রাঙ্গুনিয়া কার্যালয়ের ডিজিএম মাধব নাগ বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত কর্মীর চিকিৎসার কাজে একটু ঝামেলায় আছি। বিদ্যুৎ বন্ধ থাকার পরও কীভাবে লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হলো এখন বলা যাচ্ছে না। চট্টগ্রামে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা দিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার পোমরায় অগ্নিসংযোগের অভিযোগ