রাঙ্গুনিয়ার পোমরায় অগ্নিসংযোগের অভিযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৭ মে, ২০২২ at ৮:৪৯ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বুলবুলিপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। এতে তাদের ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। শুক্রবার (৬ মে) দিনগত রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আল আমিন রাজু জানান, রাত দেড়টার দিকে বুলবুলিপাড়া এলাকার মো. মামুনের টিনের তৈরি বসতঘরে হঠাৎ আগুন ধরে মুহূর্তে সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে তার সম্পূর্ণ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বের করা সম্ভব হয়নি।

ফায়ারসার্ভিসে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এলেও রাস্তা ছোট হওয়ায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে এলাকার জনসাধারণ এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তাদের ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে।

আগুন লাগার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহিম হোসাইন জানান, এটি কোনো স্বাভাবিক অগ্নিকাণ্ডের ঘটনা নয়। আলামত দেখে বুঝা যাচ্ছে ঘরটিতে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারও আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ করছে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, “অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে আমরা দ্রুত পৌঁছাই। কিন্তু রাস্তা ছোট হওয়ায় গাড়ি প্রবেশ করতে পারেনি। তবে আমরা স্থানীয়দের সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎকর্মী বিদ্যুৎস্পৃষ্টে আহত
পরবর্তী নিবন্ধটেকনিক্যাল পাশ করার সাথে সাথেই চাকরি পাবেন