টেকনিক্যাল পাশ করার সাথে সাথেই চাকরি পাবেন

চন্দনাইশে আসহাব-সিরাজ স্কুল এন্ড কলেজের স্থান পরিদর্শনকালে শিক্ষা উপমন্ত্রী নওফেল

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৭ মে, ২০২২ at ৯:১৪ অপরাহ্ণ

চন্দনাইশের দোহাজারী জামিজুরী রাস্তার মাথা সংলগ্ন আসহাব-সিরাজ স্কুল এন্ড কলেজের স্থান পরিদর্শন করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

তিনি আজ শনিবার(৭ মে) দুপুরে কলেজের স্থান পরিদর্শনকালে বলেন, “দক্ষিণ চট্টগ্রামে টেকনিক্যাল স্কুল ও কলেজের যে অভাব তা পূরণে এই শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বর্তমানে যেসকল শিক্ষার্থী টেকনিক্যাল শিক্ষা গ্রহণ করবে তারা পাশ করার সাথে সাথেই চাকরি পাবেন অথবা নিজে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন।”

তিনি বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রচলিত শিক্ষার পাশাপাশি ভোকেশনাল তথা কারিগরি শিক্ষা অর্ন্তভুক্ত করা হবে। এখানে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকারিভাবে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।”

এসময় তিনি আগামী ৬ মাসের মধ্যে একাডেমিক ভবন প্রস্তুত করার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফেরদাউস ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনু, সাখাওয়াত হোসেন শিবলী, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, হাজী আসহাব মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তরুণ শিল্পোদ্যোক্তা আফনান ইসলাম, মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দিন গিফারী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চন্দনাইশের সভাপতি নুরুল আমজাদ চৌধুরী, বদিউল আলম, এসএম সায়েম, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম তুষার, মো. রিয়াজ, নুরুল আবছার, নাহিয়ান, ইলিয়াছ, শাহরুখ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি আসহাব-সিরাজ স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার পোমরায় অগ্নিসংযোগের অভিযোগ
পরবর্তী নিবন্ধ‘পেশার নাম ভাঙিয়ে থানায় দালালি করলে ছাড় নেই’