রাঙামাটিতে দুর্গম ইউনিয়নে ৩ গ্রামবাসী গুলিতে নিহত

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২২ জুন, ২০২২ at ৭:৫৪ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম বড়থলি ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিহতের হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার(২১ জুন) সন্ধ্যায় বড়থলি ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতুমং মারমা।

তবে এ ঘটনা সম্পর্কে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কেউ সত্যতা নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আতুমং মারমা দাবি করেন, “গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের সাইজাম পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্গম গ্রামের এই পাড়াটিতে তিনটি পরিবার বসবাস করে আসছে। তারা সকলেই ত্রিপুরা জনগোষ্ঠীর। গতকাল সন্ধ্যার দিকে ‘কুকি চীন’ পার্টি তাদের ওপর হামলা করে এবং হামলায় তিনজন নিহত হয়।”

যারা মারা গেছেন তারা হলেন বৃষচন্দ্র ত্রিপুরা, সুভাষ ত্রিপুরা এবং ধনরা ত্রিপুরা।

এ বিষয়ে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “আমিও খবরটি শুনেছি কিন্তু এ ব্যাপারে নিশ্চিত নই যেহেতু এলাকাটি অনেক দুর্গম এবং ঐখানে যাতায়াত করতে হয় বান্দরবানের রুমা উপজেলা দিয়ে।”

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদা বেগম বলেন, “হতাহতের ঘটনা শুনেছি তবে সত্য-মিথ্যা এখনো নিশ্চিত নই।”

পূর্ববর্তী নিবন্ধহাজার ছাড়াল করোনা সংক্রমণ
পরবর্তী নিবন্ধহালদার রেণু বিক্রি চলছে