হৃদপিণ্ড ভালো রাখার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বিশ্ব হার্ট দিবস

| শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ১১:২৭ অপরাহ্ণ

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানী ঢাকার উত্তরাতে এক অভিজাত হোটেলে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

‘ইউজ হার্ট ফর ইভরি হার্ট’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেডিক্যাল ভ্যালু ট্রাভেল প্রতিষ্ঠান মেডিএইডার ও বাংলাদেশ হেলথকেয়ার মার্কেটিং প্রফেশনাল (বিএইচএমপি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে হার্টের বিভিন্ন রোগ কেন হয়, কখন কীভাবে চিকিৎসা নিতে হয়, কী কী সাবধানতা অবলম্বন করতে হয় সেসব বিষয়ে আলোচনা করেন ভারতের বেঙ্গালুরুর কাবেরী হাসপাতালের বিশিষ্ট হার্ট বিশেষজ্ঞ ডা. রাজেশ টি আর।

উক্ত সেমিনারে মেডিএইডার-এর সিইও সাব্বির আহমেদ তামিম, কাবেরী হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার ডা. সুমী কাপুর, সিনিয়র ম্যানেজার মহেশ বি রাবি, বিএইচএমপি’র সদস্যবৃন্দ, ফার্মেসি এসোসিয়েশনের নেতৃবৃন্দ, স্থানীয় ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধবাবার পায়ে রড লাগানোর খবর পেয়ে পঙ্গু ছেলের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা