এলপিজির দাম কমলো

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৯:০৮ অপরাহ্ণ

তরল প্রাকৃতিক গ্যাস বা এলপিজি’র দাম ১৮ দশমিক ৪৫ শতাংশ কমানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুন) আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে বোতলজাত এলপিজি’র নতুন এই দাম ঠিক করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দামে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজি ৮৩ টাকা ৯২ পয়সায় বিক্রি হবে। আগের ১০২ টাকা ৯১ পয়সা থেকে ১৮ টাকা ৯৯ পয়সা কমানো হয়েছে।

বিইআরসি বলছে, সৌদি আরামকো জুন মাসের জন্য প্রোপেন টনপ্রতি ৪৫০ ডলার ও বিউটেন প্রতি টন ৪৪০ ডলার দাম নির্ধারণ করেছে। ফলে মে মাসের এই দুই উপকরণের গড় দাম প্রতি টন ৫৫৫ ডলার থেকে কমে ৪৪৩ দশমিক ৫০ ডলার হয়েছে।

সেই হিসাবে বেসরকারি পর্যায়ে প্রতি কেজি এলপিজির মূসকসহ দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৪৮ পয়সা। আর ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ধরা হয়েছে ১,০৭৪ টাকা।

আগের মাসেই আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় কেজিতে ৪ টাকা ৭৪ পয়সা বাড়ানো হয়েছিল। ওই মাসে ১২ কেজি সিলিন্ডারের সর্বোচ্চ মূল্য ১২৩৫ টাকা ছিল। সেই হিসাবে দাম কমেছে ১৬১ টাকা।

রেটিকুলেটেড পদ্ধতিতে বাসাবাড়িতে সরবরাহ করা এলপিজির দাম মূসকসহ ৮৬ টাকা ২৫ পয়সা।

জুনে ভোক্তা পর্যায়ে যানবাহনের জ্বালানি হিসাবে ব্যবহৃত অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার মূসকসহ ৫০ টাকা ৯ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ধানবোঝাই ট্রাক উল্টে চালক-সহকারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধকক্সবাজার পৌর আওয়ামী লীগের ১৩ নেতা বহিষ্কৃত