হাটহাজারী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে ৩৯ হাজার টাকা জরিমানা 

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৬ জানুয়ারি, ২০২৩ at ৩:১৭ অপরাহ্ণ

হাটহাজারী বাসস্ট্যান্ডে যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবকল্পে গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেল প্রশাসন।

অভিযানে ১৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩টি ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়।

বাসস্ট্যান্ড এলাকায় যানজট সৃষ্টি, অবৈধ পার্কিং ও ড্রাইভিং লাইসেন্সবিহীন অটোরিকশা চালনার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯০ ধারায় ১৬ অটোরিকশা চালককে ১৬টি মামলার মাধ্যমে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।

যানজট নিরসনে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলম।

অভিযানে অংশগ্রহণ করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ খান, পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মহুরী ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের হালিশহরে ব্যাংকে আগুন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে মাশরাফীর সিলেট