ফয়’স লেকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

| শনিবার , ২৭ মে, ২০২৩ at ৫:০৪ অপরাহ্ণ

নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের লক্ষ্যে চট্টগ্রাম নগরীর কনকর্ড ফয়’স লেকে আজ শনিবার (২৭ মে) আয়োজন করা হয় এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

‘পোলার আইসক্রিম মনের সুখে আঁকি’ শিরোনামের এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চট্টগ্রামের ২৫টি বিদ্যালয় ও একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয় থেকে প্রায় ৭০০ শিশু ৫-৮ বছর বয়সীরা ‘ক’ গ্রুপে, ৯-১২ বছর বয়সীরা ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করে।

প্রতিজন শিশুর সাথে একজন অভিভাবক ফয়’স লেক পার্কে প্রবেশ করে দিনভর সকল রাইড উপভোগ ও দুপুরের খাবার এবং দিনব্যাপী ইচ্ছেমতো আইসক্রিম খাওয়ার সুযোগ পান।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ প্রতিযোগি। তারপর দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুই গ্রুপে ১০ জন করে মোট ২০জনকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে ‘ক’ গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করে স্বস্তিকা হালদার, দ্বিতীয় হয়ে রৌপ্য পদক লাভ করে পার্থিব দাস, তৃতীয় স্থঅনে ব্রোঞ্জ পদক পায় আনিশা বুশরা এবং ‘খ’ গ্রুপে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়ী হয় যথাক্রমে সায়াহ্ন রুদ্র, আনিকা তাসনিম ও প্রাঞ্জল দাস।

এছাড়াও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু হিসেবে পুরস্কৃত হয় জাররার আনাম ও সালসাবিল বিনতে মুনিম।

অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শিল্পী কে এম এ কাইয়ুম, অধ্যাপক শিল্পী সৌমেন দাশ, অধ্যাপক শিল্পী নাসিমা আক্তার, অধ্যাপক শিল্পী প্রণব মিত্র চৌধুরী, অধ্যাপক শিল্পী উত্তম বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধটাকা পাচার কমবে: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধরাবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত