চন্দনাইশে ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ১২:৩৫ পূর্বাহ্ণ

চন্দনাইশে এক ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম শিবু বড়ুয়া (৩৬)।

সোমবার (২৭ মার্চ) রাতে চন্দনাইশ পৌরসভার মিজ্জির দোকান এলাকার একটি ভাড়াবাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, শিবু বড়ুয়া বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল এলাকার অনিল বড়ুয়ার ছেলে।

তিনি পেশায় একজন ভাসমান ফেরিওয়ালা। দীর্ঘদিন ধরে চন্দনাইশ পৌরসভার মিজ্জির দোকান এলাকায় একটি ভাড়াবাসায় থেকে ফেরি করে ছোট বাচ্চাদের জামা-কাপড় বিক্রি করে আসছিলেন।

আজ সোমবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ ওই ভাড়াবাসার দরজা ভেঙে বৈদ্যুতিক ফ্যানের সাথে রশি বেঁধে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সময় ওই বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে জানা গেছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে ঘটনার খবর পেয়ে গতকাল রাতে শিবু বড়ুয়া নামের ওই ফেরিওয়ালার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় লেখা একটি চিরকুট পাওয়া যায়। মরদেহ উদ্ধারের সময় তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশঙ্খ নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা