চন্দনাইশে মামলা থেকে রেহাই পেতে আসামীপক্ষের সংবাদ সম্মেলন

ফেসবুকে প্রেম, প্রতারণা

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ১১:৪৪ অপরাহ্ণ

যশোরের দেবীলতা রাণী মণ্ডল প্রকাশ অনুপমা মণ্ডল(৩০)-এর সাথে ফেসবুক ম্যারেজ মিডিয়ার মাধ্যমে প্রেমের সম্পর্ক হয় চন্দনাইশের জোয়ারা বদুরপাড়া হিন্দুপাড়ার সরকার বাড়ির রকি সরকার প্রকাশ রাজ সরকার(৩০)-এর।

প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেবীলতা রাণী গত ১৭ মে যশোর থেকে ছুটে আসেন চন্দনাইশের সরকার বাড়িতে কিন্তু প্রেমিক রকি সরকারের কাছে প্রতারিত হয়ে প্রেমিকা দেবীলতা প্রথমে চন্দনাইশ ও পরে যশোরের কোতোয়ালী থানায় প্রেমিক রকি’র বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেন।

গত ২৪ মে মামলাটি রেকর্ড হয় বলে জানায় মামলার বাদী দেবীলতা রাণী মণ্ডল।

‘বিয়ের দাবিতে যশোর থেকে চন্দনাইশে ছুটে এলেন প্রেমিকা’ শিরোনামে এ সম্পর্কিত একটি সংবাদ গত ১৯ মে দৈনিক আজাদী’র ১ম পৃষ্ঠায় প্রকাশিত হয়।

এদিকে, ওই মামলা থেকে রেহাই পেতে আজ শুক্রবার(১৫ জুলাই) বিকেলে চন্দনাইশে সংবাদ সম্মেলন করে আসামী পক্ষ।

জানা যায়, বিয়ের উদ্দেশ্যে গত ২০২১ সালের মাঝামাঝি সময় ফেসবুক ম্যারেজ মিডিয়ায় একটি পোস্ট দেন দেবীলতা রাণী মণ্ডল। সেখান থেকে তার মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে রকি সরকার তার সাথে যোগাযোগ শুরু করে। মোবাইল ফোনে কথা বলতে বলতে তাদের মধ্যে শুরু হয় প্রেমের সম্পর্ক। এভাবে দেবীলতার সম্পর্কে সবকিছু জেনে রকি সরকার উকিল দ্বারা রেজিস্ট্রি করে বিয়ে করার আশ্বাস দেন এবং বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেন।

গত ৬ মে বিয়ের তারিখ ঠিক করে বিয়ের আয়োজন করা হলেও রকি সরকার বিয়ের আসরে যাননি। এরপর রকি সরকারের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে গত ১০ মে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ দেন দেবীলতা মণ্ডল।

রকি সরকারের কোনো খবর না পেয়ে গত ১৭ মে দেবীলতা রাণী মণ্ডল যশোর থেকে চট্টগ্রামের চন্দনাইশের জোয়ারা বদুরপাড়াস্থ রকি সরকারের বাড়িতে চলে আসেন। সেখানে রকি সরকারের দেখা না পেয়ে এবং পরিবার থেকে প্রতারিত হয়ে দেবীলতা প্রেমিকের বাড়ির সামনে আত্মহত্যার হুমকি দিয়ে অনশনে বসেন। ওই সময় ‘পুলিশকে ২০ হাজার টাকা দিয়ে দেবীলতাকে আগুনে পুড়িয়ে মারবে’ বলে রকি’র পরিবারের একটি বক্তব্য সামাজিক প্রচার মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান, রকি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় ও পরে যশোরের নারী ও শিশু আদালতে মামলা দায়ের করেন দেবীলতা রাণী মণ্ডল নামে ওই মহিলা।

সংবাদ সম্মেলন করে মামলা থেকে বাঁচার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

ভিকটিম ও মামলার বাদী দেবীলতা রাণী মণ্ডল বলেন, “ফেসবুকের মাধ্যমে রকি’র সাথে আমার সম্পর্ক হয়। পরে আমার বিষয়ে সবকিছু অবগত হয়ে আমার সাথে প্রেমের সম্পর্কে গড়ে এবং বিয়ে করার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকারও বেশি হাতিয়ে নেয়। গত মে মাসে আমি বিয়ের দাবিতে চন্দনাইশে আসলে তখন রকি’র পরিবার আমাকে নানাভাবে হুমকি দেয়।”

তিনি প্রতারক রকি’র উপযুক্ত শাস্তি দাবি করেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে দীঘি থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধসংকটে বেহাল বাকলিয়া সরকারি কলেজ