জোড়া গোলে শুরু ব্রাজিলের

আজাদী অনলাইন | শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৩:০৮ পূর্বাহ্ণ

ব্রাজিলের শুরুটা ছিল ছন্নছাড়া। তাই নেইমার-ভিনিসিউসদের প্রথমার্ধ কেটে যায় গোলশূন্য। পর আক্রমণের ঢেউ তোলে তারা। তাতে ভেসে গেল সার্বিয়ার সব বাধা। রিশার্লিসনের জোড়া গোলে বিশ্বকাপ মিশনে শূভ সূচনা করল ব্রাজিল।

লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলশূন্য প্রথমার্ধের পর সুযোগ সন্ধানী গোলে ডেডলক ভাঙেন রিশার্লিসন। অসাধারণ নৈপুণ্যে করেন পরের গোলটি।

আগের সাত ম্যাচের সবকটি জয়ের পথে প্রতিপক্ষের জালে ২৬ বার বল পাঠানো ব্রাজিল এদিন শুরুতে ছিল একেবারেই এলোমেলো। ছন্দের অভাব ছিল স্পষ্ট।

রক্ষণাত্মক সার্বিয়ার ওপর চাপ ধরে রাখলেও ব্রাজিলের প্রথম ২৫ মিনিটে খেলায় উল্লেখযোগ্য বলতে ছিল ভিনিসিউস জুনিয়রের দুই দফায় গতির ঝলক। অবশ্য সেবারও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নেওয়ার মতো কিছুই করতে পারেনি তারা।

২৭তম মিনিটে প্রথম নিশ্চিত সুযোগ পায় ব্রাজিল। ভিনিসিউসের উদ্দেশ্যে ডি-বক্সে দারুণ থ্রু বল বাড়ান চিয়াগো সিলভা, কিন্তু যথেষ্ট ক্ষিপ্র হতে পারেননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। এগিয়ে এসে বল নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচ।

সাত মিনিট পর আরেকটি ভালো সুযোগ পায় ব্রাজিল। এবার লুকাস পাকেতার পাস বক্সে পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন রাফিনিয়া।

৪০তম মিনিটে প্রতিপক্ষের একটি ব্যর্থ আক্রমণ রুখে পাল্টা আক্রমণ শাণায় ব্রাজিল। বল পায়ে বক্সে ঢুকে শেষ মুহূর্তে ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচের চ্যালেঞ্জে ঠিকমতো শট নিতে পারেননি ভিনিসিউস।

পূর্ববর্তী নিবন্ধরোনালদোর রেকর্ড, পর্তুগালের ‘কষ্টার্জিত’ জয়
পরবর্তী নিবন্ধনারীর প্রতি সহিংসতার ঘটনায় তরুণদের সম্পৃক্ততা বেড়েছে