বাঁশখালীতে অবৈধভাবে মাটি-বালু উত্তোলনকালে স্ক্যাভেটর জব্দ

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৮:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালীর সাধনপুরে ও শে‌খেরখী‌লে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকা‌লে ৩‌টি স্ক্যাভেটর জব্দ করা হয়।

আজ বুধবার (৫ এপ্রিল) দুপু‌রে বাঁশখালী উপ‌জেলার সাধনপুর ইউনিয়‌নের নতুন পাড়া এলাকায় অ‌বৈধভা‌বে মা‌টি কে‌টে পুকুর করে মা‌টি বি‌ক্রির অ‌ভি‌যো‌গে দু’টি স্ক্যাভেটর জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দু’টি স্ক্যাভেটর জব্দ করেন।

প‌রে জব্দ করা স্ক্যাভেটর দু’টি সাধনপুর প‌রিষ‌দের ইউপি সদস্য শওকত হোসেনের জিম্মায় দেওয়া হয় বলে জানা গেছে।

অন্যদিকে, অপর অ‌ভিযা‌নে শেখেরখীল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভীবাজারে জলকদর খাল সংলগ্ন এলাকায় খাল ভরাটের কাজে ব্যবহৃত একটি স্ক্যাভেটর জব্দ করা হয়।

খাল ভরাটের সাথে জড়িত মাওলানা মনসুর সহ যারা খাল ভরাট করে দোকান নির্মাণ কর‌তে‌ছে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নের্তৃত্ব এ ভ্রাম্যমাণ আদালত জব্দকৃত স্ক্যাভেটর ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. জাকির উল্লাহর জিম্মায় দেওয়া হয়।

উ‌ল্লেখ‌্য, বিগত কিছু‌দিন আ‌গে হাই‌কোর্ট‌ে বাঁশখালীর ঐ‌তিহ‌্যবাহী জলকদর খাল দখলকা‌রি‌দের উ‌চ্ছেদ ও অ‌বৈধদখল ব‌ন্ধে ব‌্যবস্থা নি‌তে নি‌র্দেশ দেওয়া হ‌লেও সেখা‌নে নতুন ক‌রে জলকদর খা‌লের জায়গা দখল ক‌রেনিতুন ক‌রে দোকান পাঠ নির্মাণ করা‌তে প্রশাস‌নের পক্ষ থে‌কে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

এ ব‌্যাপারে বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ব‌লেন, “যেকোনো অ‌নিয়ন ও অ‌বৈধ দখল ব‌ন্ধে প্রশাসন তৎপর। তারই ধারাবা‌হিকতায় সাধনপুরে ও শে‌খেরখী‌লে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন কা‌লে ৩‌টি স্ক্যাভেটর জব্দ করা হয়। প্রশাস‌নের এ অ‌ভিযান অব্যাহত থাক‌বে।”

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের তৈরি রাস্তা দিয়েই বিএনপি শহরে তাদের মিছিলে যায়
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বজ্রপাতে কৃষকের মৃত্যু