মশার কয়েলের আগুনে পুড়ে গেলো তিন গরু

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৩১ মে, ২০২৩ at ১১:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামে আজ বুধবার (৩১ মে) ভোরে গোয়ালঘরে আগুন লেগে তিনটি গরুর মুত্যু হয়েছে।

এ সময় গোয়ালঘরটিও সম্পূর্ণ পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্থ ও গরু পালনকারী আব্দু শুক্কুরের পরিবার সূত্রে জানা যায়। পুড়ে যাওয়া গরুগুলোর মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা হতে পারে বলে জানা যায়।

স্থানীয় সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে.এম. সালাউদ্দীন কামাল ও গরু পালনকারী আব্দু শুক্কুরের পরিবার সূত্রে জানা যায়, আগামী কোরবানির ঈদকে সামনে রেখে দীর্ঘ সময় ধরে গরুগুলো লালনপালন করা হচ্ছিল। গরুগুলো সুস্থ ও সবল রাখতে রাতে ঘুমানোর আগে গোয়ালঘরে মশার কয়েল দিয়ে ঘুমাতে গেলে ভোর রাতে তাতে আগুন ধরে গেলে সেই আগুন নিভানোর আগেই তিনটি গরু পুড়ে অঙ্গার ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।

পরে সকালে চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনকে ঘটনাটি অবহিত করে পোড়া গরুগুলো মাটি চাপা দেওয়া হয়।

আব্দু শুক্কুর বলেন, “আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে গরুগুলো ছোট থেকে বড় করেছি আগামী কোরবানির ঈদে বিক্রির জন্য। আগুন আমার সব শেষ করে দিয়েছে।”

সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে.এম. সালাউদ্দীন কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষককে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদান সহ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার জন্য বলেছেন বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকাঁক‌রোল চু‌রি না‌কি স্ত্রী‌কে নির্যাতনের চেষ্টা!
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা