বান্দরবানে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ৪:০৬ অপরাহ্ণ

বান্দরবানে দুই বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ এক টাকা অর্থদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম শফিউল আলম।

আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই আদেশ দেন।

আইনজীবী ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি বান্দরবানের বালাঘাটা বাজারে ভিকটিমের পিতা আসামিকে তার শিশু কন্যাকে বাড়িতে দিয়ে আসার অনুরোধ করলে আসামি শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরে ঘটনাটি জানাজানি হলে শফিউল আলমকে আসামি করে ভিকটিমের পিতা বান্দরবান সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

পরে দীর্ঘ যাচাই-বাছাই আর ১১ জন স্বাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লক্ষ এক টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

এদিকে, আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভিকটিমের পরিবার ও আইনজীবী।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পেশকার মো. মাঈনুল বলেন, “আদালত উভয়ের বক্তব্য শুনে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে শিশুটিকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ এক টাকা অর্থদণ্ড দিয়েছে। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিল।”

আইনজীবী বাচিং থোয়াই আদালতের রায়ে সন্তুষ্ট বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধদেড় কোটি টাকার স্বর্ণ ফেলে পালিয়ে গেল পাচারকারী
পরবর্তী নিবন্ধপঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ পুণ্যার্থীর মৃত্যু