পঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ পুণ্যার্থীর মৃত্যু

আজাদী অনলাইন | রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২২ অপরাহ্ণ

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবির পর নারী-শিশুসহ ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে; নিখোঁজ রয়েছে অন্তত ২৫ জন।

আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বোদা থানার ওসি সুজয় কুমার রায় জানান।

তিনি বলেন, “নৌকা ডুবির পর যাত্রীদের উদ্ধারে তৎপরতা চলছে। এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “হতাহতরা সবাই শুভ মহালয়া উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। মন্দিরে যেতে হলে করতোয়া নদী পাড়ি দিয়ে যেতে হয়। মন্দিরে মহালয়া উপলক্ষে প্রতি বছরই অনেক বড় অনুষ্ঠান হয়। আশপাশের প্রায় সব জেলা থেকে প্রচুর পুণ্যার্থী আসেন। গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে নদীর পানি বেড়ে গেছে। আর এতেই প্রাণহানির সংখ্যা বেড়েছে।”

ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিচ্ছে বলে জানান ওসি।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম বলেন, “হতাহতরা হিন্দু সম্প্রদায়ের মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।”

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী ২৪টি মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
পরবর্তী নিবন্ধকদমতলীতে ইঞ্জিনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে উল্টোপথের প্রাইভেটকার