কাপড়ের রংয়ে খাবার তৈরি করছিল আগ্রাবাদের জামান’স বিরানী এন্ড মিনি চাইনিজ

দেড় লাখ টাকা জরিমানা

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩৯ অপরাহ্ণ

খাদ্যদ্রব্যে কাপড়ের রং ও কেমিক্যাল মেশানো, নোংরা-অপরিষ্কার পরিবেশ এবং খোলা ডাস্টবিনের পাশে খাবার সংরক্ষণের দায়ে নগরীর আগ্রাবাদের জামান’স বিরানী এন্ড মিনি চাইনিজফে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

পাশাপাশি বিভিন্ন অনিয়ম পাওয়ায় আরও ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, “জামান’স বিরানী এন্ড মিনি চাইনিজে অননুমোদিত রং, কেমিক্যাল মিশিয়ে খাবার তৈরি করা হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির রান্নাঘর ছিল নোংরা ও অপরিষ্কা। আবার রান্না করা খাবার এনে খোলা ডাস্টবিনের পাশে সংরক্ষণ করছিল তারা যা খুবই অস্বাস্থ্যকর। তাই প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “একই এলাকায় জননী ডিপার্টমেন্টাল স্টোর নামে আরেকটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও অননুমোদিত কসমেটিকস সংরক্ষণের প্রমাণ পাই। তাই প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া বিভিন্ন অপরাধে আগ্রাবাদ এক্সেস রোডে অবস্থিত বনফুল, ফার্মভিলে ও আলম ফার্মেসি নামে আরও তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।”

অভিযানে সহযোগিতা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও দিদার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে পেটালো ছাত্রলীগ
পরবর্তী নিবন্ধদাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে হানিফ বাসের ধাক্কা