বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) আয়োজনে শনিবার (২৯ নভেম্বর) বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রামের বিভিন্ন তরিকা ও দরবারের পীর–মাশায়েখদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিটিপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতিমন্ডলীর সদস্য আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ। চট্টগ্রাম দরবার শরীফের ব্যবস্থাপনায় ও বাংলদেশ তরিকত যুব পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ে মতবিনিময় সভায় এতে মহা–সম্মানিত অতিথি ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়ার রহমান মঞ্জিলের শাহজাদা সৈয়দ নাঈমুর রহমান মাইজভান্ডারী, বিশেষ মেহমান ছিলেন বিটিপির সভাপতি আবুল বাশার খান্দানি, সেক্রেটারি শামসুল আলম চিশতী, প্রেসিডিয়াম আলী রেজা রয়েল হায়দারী, প্রেসিডিয়াম শাহসুফি নঈমুদ্দিন, সহ–সভাপতি আবদুস সাত্তার মোল্লা, দলীলুর রহমান রাহমান রাজাপুরী, ডা. সৈয়দ এয়াকুব আলী, এ আর কামরুল ইসলাম, অর্থ সম্পাদক হাবিবুন্নবী হাই বখশি, হাশেম ফকির মাইজভাণ্ডারী, সৈয়দ গোলাম মওলা, শাহজাদা ছালেকুল মওলা, ইরফান আহমেদ নজুভাণ্ডারী, ডা. সৈয়দ আরেফ হোসাইন, সৈয়দ ইরফানুল হক হাফেজনগরী, মিনহাজুল আমিন রিফাত আজহারী, ছৈয়দ মশিউর রহমান রাহাত, ফয়জুল আমিন ফরহাদাবাদী, জোনায়েদ আজিম আমিরী, ইসমাইল আহমেদ চিশতি, এডভোকেট ফেরদৌস আলম, আলী রেজা, আব্দুর রহিম আমিরী, খলিফা ছৈয়দ সোলতানুল আলম, প্রিন্সিপ্যাল মাওলানা আবুল কাশেম, নাছির উদ্দিন, সাংবাদিক মাহবুব, বার্তা সম্পাদক খাজা নিজামুদ্দিন, তানভিরুল ইসলাম কাদেরী, দপ্তর সম্পাদক মিলন পরদেশী, নজরুল ইসলাম বদরপুরী, কেন্দ্রীয় যুব প্রধান শাহ মিডু, ঢাকা উত্তরের আহ্বায়ক খিজির শাহ, দক্ষিণের আহ্বায়ক রাসেল অয়ন, গাজিপুর জেলা যুব প্রতিনিধি রিয়াদ হোসেন, নাসির উদ্দিন, মোবারক হোসেন, ব্রাক্ষণবাড়িয়া যুব আহ্বায়ক খলিফা কিবরীয়া, ফেনী আহ্বায়ক হাসনাত সুজন, কঙবাজার আহ্বায়ক শেখর বি. রাসেল, চট্টগ্রাম জেলা যুব সেক্রেটারী ইকবাল হোসেন বাবুল, ডা. রবিন, এডভোকেট ইব্রাহিম হোসেন বিপু প্রমুখ। পীরজাদা অভি বৈরাবরী ও শাহজাদা সাইফুল আলম নাইডুর যৌথ পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক দরবারের পীর মাশায়েকগণ। মতবিনিময় সভায় বক্তারা বাংলাদেশের সকল দরবারের পীর মাশায়েখদের সম্প্রীতি, শান্তি ও ঐক্যের ডাকে একই মঞ্চে আসার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।











