মাইজভাণ্ডারী তরিকার খেদমতে উৎসর্গিত সত্তা শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.) স্মরণসভা আগামী ৬ ডিসেম্বর (শনিবার) বাদ আসর নগরীর শহীদ সাইফুদ্দীন খালেদ রোডস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ–চট্টগ্রাম কেন্দ্রে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। উক্ত স্মরণসভায় সকলকে উপস্থিত থাকার জন্য গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।










