প্রগ্রেসিভ পলিটেকনিক ইনস্টিটিউটের আগামী ১ বছরের জন্য প্রস্তাবিত পরিচালনা পরিষদ অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির দায়িত্বশীলরা হচ্ছেন –চেয়ারম্যান : মোহাম্মদ আইয়ুব, কো–চেয়ারম্যান : মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী, ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, প্রধান নির্বাহী : বশির ইকবাল কাদেরী, ট্রেজারার : ইঞ্জিনিয়ার মো. নাছির উদ্দিন, সহকারী ট্রেজারার : ইঞ্জিনিয়ার সৌরভ দত্ত, প্রচার ও প্রকাশনা : মো. দিদারুল ইসলাম সদস্য : ইঞ্জিনিয়ার মো. ইসমাইল ও কাজী সাঈদ। প্রেস বিজ্ঞপ্তি।












