লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের উদ্যোগে লায়ন্স কনফারেন্স হলে ডায়াবেটিস কমিটির চেয়ারম্যান লায়ন হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মেম্বার সেক্রেটারি লায়ন নারায়ণ চন্দ্রনাথের সঞ্চালনায় ডায়াবেটিসের উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অথিতি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল।
উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ,ডা. শেখ শিরিন আফরোজ, পুস্টিবিদ হাসিনা আক্তার লিপি, লায়ন জাহানারা বেগম, লায়ন মোরশেদুল হক চৌধুরী, লায়ন আনিসুল হক চৌধুরী, লায়ন নবিউল হক সুমন, লায়ন তারেক কামাল, লায়ন হুমায়ন কবির, লায়ন নিশাত ইমরান, লায়ন মাইনুদ্দিন জিলাল, লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন মো. আশিকুল আলম আশিক,লায়ন সাইফুল ইসলাম, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন সন্তোশ কুমার নন্দি, লায়ন খোরশেদ আলম, কাজী মাহবুব আলম, লায়ন শওকতুল ইসলাম, লায়ন বেলাল উদ্দিন, লায়ন খোরশেদুল আলম, লায়ন আব্দুল কাদের,লায়ন সাহেদুল ইসলাম,লায়ন আব্বাস চৌধুরী, লায়ন লুভনা হুমায়ুন, লায়ন এ, আর খোকন, লায়ন টিপু সুলতান, লায়ন মো. ইসমাইল, লায়ন মানিক, লায়ন ইফতেখার, লায়ন রিগ্যান প্রমুখ। সেমিনারে লায়ন মেম্বারদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপর সচেতনামূলক বই প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












