মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উত্তর সর্তা দায়রা শাখার ৫০ বছর পূর্তি উদযাপন এবং জশনে ঈদ–এ–মিলাদুন্নবী (দ.), ফাতেহায়ে ইয়াজদাহুম, গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.), সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী (ক.), বিশ্বঅলি শাহানশাহ্্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর চান্দ্রবার্ষিকী উপলক্ষে শানে রাহমাতুল্লিল আলামিন সম্মেলন আগামীকাল শনিবার রাউজান উত্তর সর্তা গাউসিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। গাউসিয়াা হক কমিটি উত্তর সর্তা দায়রা শাখার সভাপতি আবুল ফজল জাহাঙ্গিরের সভাপতিত্বে অনুষ্ঠেয় সম্মেলনে প্রধান অতিথি থাকবেন গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। উদ্বোধক থাকবেন ফরিদ উদ্দিন।
অতিথি থাকবেন শাহানশাহ্্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।
সম্মেলনে বিশিষ্ট ওলামায়ে কেরাম আলোচক এবং পদস্থ ব্যক্তিবর্গ অতিথি থাকবেন। ২দিনব্যাপী সম্মেলনের শনিবার সমাপনী দিনে মহিলা মাহফিলও অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।












