প্রতিভাসের নতুন প্রযোজনা ‘পাপ’ টিআইসিতে আজ ও আগামীকাল

| সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

প্রতিভাসের নতুন প্রযোজনা ‘পাপ’ আজ ও আগামীকাল টিআইসিতে মঞ্চস্থ হবে। কথাসাহিত্যিক সমরেশ বসুর গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন সুমন টিংকু এবং নির্দেশনা দিয়েছেন কংকন দাশ। আজ সন্ধ্যা ৭টা এবং কাল ১১ নভেম্বর বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে। নাটকটি উপভোগ করার জন্য প্রতিভাস নাট্যদল নাট্যপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে। নাটকের টিকেট সংগ্রহ করা যাবে প্রদর্শনীর পূর্বে হল কাউন্টারে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পবোধ সম্পন্ন মানুষ ধ্বংসের পক্ষে থাকে না : মোশাররফ করিম
পরবর্তী নিবন্ধআজ শিল্পকলায় ‘একটি অবাস্তব গল্প’ নাটকের শতকোত্তর মঞ্চায়ন