বিপ্লব ও সংহতি দিবসে আনোয়ারায় র‌্যালি

| রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনোয়ারা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ।

গতকাল শনিবার আনোয়ারার কালাবীবিরদীঘি মোড়ে আয়োজিত এই র‌্যালি ও সমাবেশে আনোয়ারাকর্ণফুলী সংসদীয় আসনের বিএনপি নেতা লায়ন হেলাল উদ্দিনের বহু অনুসারী অংশ নেন। বিপ্লব ও সংহতি দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সময় বিএনপি নেতারা বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহীজনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় জীবনে সংহতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিস্মরণীয় ইতিহাস রচিত হয়েছিল। বক্তারা এই দিনটিকে গণতন্ত্র মুক্তির প্রতীক হিসেবে উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাষ্টার রফিক আহমদ, জাগির আহমদ, দিল মোহাম্মদ মঞ্জু এম মনছুর উদ্দিন, বিএনপি নেতা আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, রফিক ডিলার, কাশেম, মোজাম্মেল হক, জাহাঙ্গীর, আবু সাদেক, আবু বক্কর, জসিম, জামাল আনছারী, মোস্ততাক আহমেদ, ইউচুপ মাষ্টার, আবদুল হক, ইসমাইল তালুকদার, লিয়াকত, আকতারুজ্জান, আবু সালেহ, মহরম আলী, মামুন খান, কনক চৌধুরী, নুরুল ইসলাম, সৈয়দ, আলম, টিপু চৌঃ, ফেরদৌস, ইলিয়াস, ইউনুস, মনচুর, তারেক, যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, ওসমান শিকদার, মাবুদ, আলম, নিজাম, মোরশেদ, সোহেল, আমিন, শাকিল, কায়েস, নুরুল কবির রানা, সোয়াইব, আরিফ, হোসেন, ওয়াহেদ সুমন, তানভির আরিফ, জাহেদ, রফিক, মঈন উদ্দীন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান, আবু তৈয়ব মাহির, হাসান, শামসুল, দস্তগীর, মুসা, আলম, বাবলু হোসেন, সেলিম, এরশাদ, ফোরকান, কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন সুমন, জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, রিপন, সায়েম, জাহেদ, তারেক, উপজেলা ছাত্রদল মোফাচ্ছল হোসেনজুয়েল, হান্নান, সোহেল, রাশেদ, নুর মোহাম্মদ, অনিক, শাহেদ, এমদাদ, মালেক, বাশার, রিহাজ, শহিদ, কলেজ ছাত্রনেতা বোরহান উদ্দিন, শফিউ চৌধুরী, ইমরান, আরফাত, মাহিম, তারেক, বটতলী কলেজ ছাত্রদল তারেক, মিনহাজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের ইংলিশ অলিম্পিয়াড
পরবর্তী নিবন্ধনানা ইস্যু সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র রুখে দিতে হবে