আন্তর্জাতিক মানের স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ড লোটো ও লি কুপার–এর ১৩৫তম আউটলেট উদ্বোধন হলো চট্টগ্রামের চকবাজারের বালি আর্কেডে। ৭ নভেম্বর শুক্রবার এক আড়ম্বরপূর্ণ আয়োজনে এই নতুন আউটলেটের উদ্বোধন করা হয়।
নতুন আউটলেটে পুরুষদের জন্য রয়েছে আধুনিক ডিজাইনের রানিং সুজ, ফরমাল সুজ, স্টাইলিশ স্নিকার, স্যান্ডেল, পোলো শার্ট, টি– শার্ট, ট্রাউজার ও আন্ডারগার্মেন্টসসহ অসংখ্য এক্সেসরিজ। আর মহিলাদের জন্য রয়েছে আকর্ষণীয় সুজ, স্যান্ডেল, স্লিপারসহ নানা ধরনের স্পোর্টস ও লাইফস্টাইল ফ্যাশন পণ্য। শিশুদের জন্য রয়েছে অসংখ্য আকর্ষণীয় কালেকশন। এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে বিশ্বমানের পণ্যের বিশাল সংগ্রহ। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ৭–৯ নভেম্বর পর্যন্ত চলছে “স্মরণকালের শ্রেষ্ঠ অফার”। এই ৩ দিন প্রতিদিন প্রথম ৫০ জন ক্রেতা পাবেন ৫০% ছাড়, পরবর্তী ৫০ জন ৪০%, পরবর্তী ৫০ জন ৩০%, পরবর্তী ৫০ জন ২০% এবং বাকি সকলের জন্য সারাদিন ব্যাপী থাকছে ১০% ছাড়ের সুযোগ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন ও অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) মো. আমিরুল ইসলাম, লোটো ও লি কুপার এবং বালি আর্কেড কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এঙপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড (লোটো ও লি কুপার বাংলাদেশ)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী জাভেদ ইসলাম বলেন, চট্টগ্রামের বালি আর্কেডে নতুন আউটলেট উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। চট্টগ্রামের ফ্যাশন সচেতন ক্রেতা সাধারণের অভাবনীয় সাড়ায় এবং তাদের বিপুল চাহিদার প্রেক্ষিতে নতুন আউটলেটটি উদ্বোধন করা হলো। নতুন শোরুম চট্টগ্রামে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। এখানকার ক্রেতারা লোটো ও লি কুপরের আন্তর্জাতিক মানের অত্যাধুনিক লাইফস্টাইল ফুটওয়ার ও অ্যাপেরেল পণ্য এবার সুলভ মূল্যে পাবে যা ভোক্তা সাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। এই জনপ্রিয় মার্কেটে আপনার পছন্দের যে কোন পণ্যই বেছে নিয়ে সর্বোচ্চ ৫০% ডিসকাউন্ট পেতে সকল চট্টগ্রামবাসীকে আমন্ত্রণ জানাই এবং সকলে মেতে উঠবেন ডিসকাউন্টের আনন্দে। প্রেস বিজ্ঞপ্তি।












