জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে বিভিন্ন উপজেলায় আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, সারাদেশের ন্যায় বাঁশখালীতে জাতীয় সমবায় দিবস পালন করা হয়। ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’–এ প্রতিপাদ্যে বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সমবায়ীদের পুরস্কার বিতরণ করা হয়। বাঁশখালী উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ওবাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওমর সানী আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম, সরওয়ার হোসাইন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জমান। এতে বক্তব্য রাখেন খানখানাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সিকদার, শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাশেদ নুরী, মৌলভী বশির আহমদ, এইচ এম ওসমান গণি, মোহাম্মদ জসিম উদ্দিন, ফরিদ আহমদ, শাহ মুহাম্মদ শফিউল্লাহ প্রমুখ।

সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে নানা আয়োজনে সমবায় দিবস পালিত হয়েছে। ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ এ শ্লোগানকে ধারণ করে সীতাকুণ্ড উপজেলা সমবায় কার্যালয়ের মাধ্যমে সমিতিগুলোর কর্মসূচির মধ্যে ছিল সমবায়’র পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উপজেলা সমবায় কর্মকর্তা মন্জুমান আরার সভাপতিত্বে ও তপন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুল্লাহ, মৎস্য কর্মকর্তা মোঃ মোতাছিম বিল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর, ইউছুফ নিজামী।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে গতকাল শনিবার মহাসমারোহে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তর বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান। সমবায় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ বখতেয়ার আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন আহসান হাবিব, টিপু কুমার নন্দী ও প্রদীপ কুমার বড়ুয়া। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমবায় পরিদর্শক মোঃ খালেদ হোসেন। সভায় বক্তব্য রাখেন হাটহাজারী সাংবাদিক বোরহান উদ্দিন। সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ শওকত আলম, বিশ্বজিৎ বড়ুয়া প্রমূখ।











