গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ইপিজেড থানা শাখার অভিষেক

| সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ইপিজেড থানা শাখার অভিষেক অনুষ্ঠান গত ২৫ অক্টোবর শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি চট্টগ্রাম ইপিজেড থানা সভাপতি প্রকাশ কান্তিদাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার সাইফুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় পতেঙ্গা সমুদ্র সৈকত পাড় সাগর রেস্তুরায় এই অভিষেক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার মাহমুদুল হাসান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি চট্টগ্রাম গ্রাম ডাক্তার অঞ্জন বিশ্বাস, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় তথ্যগবেষণা সম্পাদক রঞ্জিত কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ইপিজেড থানা উপদেষ্টা সাংবাদিক মোসলেহউদ্দিন বাহার, ইপিজেড থানা উপদেষ্টা হাজী মো: ইয়াছিন আরাফাত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার রেজাউল করিম, আব্দুল মালেক, মো: মেহেদী হাসান, ওমর ফারুক, আক্তার হোসেন, অনিক দে, সুমন চন্দ্র বিজয়, ওমর ফারুক সবুজ, শাহজালাল, সুমন কান্তি নাথ, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার, শাহিনুর খানম, মাহিনুর খানম, উৎপল বরুয়া, আব্দুর রাজ্জাক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দলের মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধরাসুল (দ.) এর শান-আজমত প্রকাশের জন্যেই আল্লাহ হাশরের ময়দান কায়েম করবেন