গোলাম পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ, অসদাচরণ : এনসিপি

| বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ৮:২৫ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টিএনসিপিকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যে বক্তব্য দিয়েছেন তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। দলটির নেতারা বলছেন, পরওয়ার ঔদ্ধত্যমূলক বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যকে এনসিপির নেতারা অসদাচরণ হিসেবে আখ্যায়িত করেছেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের অবশ্য বলেছেন, গোলাম পরওয়ার বাই দা বাই কিছু কথা বলেছেন, তবে তিনি কোনো দল বা ব্যক্তির নাম নেননি। খবর বিবিসি বাংলার।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, রাজনীতিতে এক পক্ষ আরেক পক্ষকে ব্যাশিং করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকে। তবে এনসিপিকে নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যে বক্তব্য দিয়েছেন সেটি শুধু অসৌজন্যমূলকই না, রাজনৈতিক ঔদ্ধত্যপূর্ণও বটে। উনারা সিনিয়র রাজনীতিবিদ। বয়সে আমাদের বাবাদাদাদের বয়সি। উনাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আমরা প্রত্যাশা করি না।

দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, পরওয়ার যে বক্তব্য দিয়েছেন সেটা রাজনৈতিক সৌজন্যতাকে আরো এক ধাপ পিছিয়েছে। রাজনীতিতে কারো বাপ হতে চাওয়া এক ধরনের দৃষ্টিভঙ্গিগত সমস্যা। গণ অভ্যুত্থান সবার বাপ। কারণ এনসিপির জন্ম এনসিপির প্রেক্ষাপটে। এখনকার সব রাজনৈতিক দলের বাপ গণ অভ্যুত্থান। তখন অভ্যুত্থানের নেতৃত্ব মেনে সবাই আন্দোলন করেছে। এই বৈষম্যবিরোধীরা তখন যেসব কর্মসূচি দিয়েছে তার প্রতি সংহতি জানিয়ে তখন তারাও আন্দোলন করেছে। বিপদের সময় অন্যের কমান্ডিংয়ে কাজ করে, বিপদ কেটে যাওয়ার পর কমান্ডারের ওপর এখন নিজেদের কমান্ডার দাবি করা এক ধরনের রাজনৈতিক বালখিল্যতা বা অসদাচরণ।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলছেন, তার দলের সেক্রেটারি জেনারেল যে কথা বলেছেন সেটি স্নেহের অবস্থান থেকে দৃষ্টি আকর্ষণ করে দেয়া। তিনি কারো নাম বলেননি। স্নেহের অবস্থান থেকে বলেছেন। আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা। দেশ গঠনেও আমরা একযোগে কাজ করছি। এর বাইরে কিছু নেই।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে অনুমতি ছাড়া মিছিল সমাবেশ নিরুৎসাহিত করল প্রশাসন
পরবর্তী নিবন্ধভাঙা হলো ৫ ভবনের অবৈধ অংশ একটি সিলগালা, জরিমানা