চাকসুতে নির্বাচিতদের গ্যাজেট প্রকাশ, শপথ কাল

চবি প্রতিনিধি | বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ৮:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে বিজয়ীদের গ্যাজেট প্রকাশ করেছে চাকসু নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন ও নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. . কে. এম. আরিফুল হক সিদ্দিকী স্বাক্ষরিত গ্যাজেটের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গ্যাজেটে উল্লিখিত বিজয়ীরা হলেন : সহসভাপতি মো. ইব্রাহীম হোসেন, সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, যুগ্মসাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহদপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার, সহছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মো. মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, সহযোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবাইদুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. ফজলে রাব্বি তৌহিদ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, আদনান শরীফ, আকাশ দাস, সালমান ফারসী ও মো. সোহানুর রহমান।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, প্রফেসর ড. রুমানা আক্তার, নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, এস.এম. আকবর হোসাইন ও মোহাম্মদ মোজাম্মেল হক।

প্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন ও সদস্য সচিব প্রফেসর ড. . কে. এম. আরিফুল হক সিদ্দিকী জানান, বিজয়ীরা আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শপথ গ্রহণ করবেন। হল সংসদে নির্বাচিতরা পরবর্তীতে নিজ নিজ হলে শপথ নেবেন। শপথ গ্রহণের পর বিজয়ীদের মেয়াদ হবে এক বছর।

দীর্ঘ ৩৫ বছর পর ১৫ অক্টোবর অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ১৩টি প্যানেল অংশ নিয়েছিল। ছাত্রদল এজিএস পদে জয়ী হলেও বেশিরভাগ পদে শিবির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনামাজ শেষে ফিরে দেখেন দোকানের ক্যাশ ভাঙা, নগদ টাকা উধাও
পরবর্তী নিবন্ধবেলকনির ফলস ছাদ ধসে শ্রমিকের মৃত্যু