ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদেশি নাগরিক আহত

দুজনকে ধরে পুলিশে দিল জনতা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

নগরীর বন্দরের কাস্টমস মোড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বিদেশি নাগরিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা হলো শাকিল ও সাজ্জাদ। আহত বিদেশি নাগরিক বন্দর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, আহত ব্যক্তি চীনা নাগরিক। তিনি হাঁটছিলেন। তখন তার উপর হামলা করে ছিনতাইকারীরা। তাকে ছুরিকাঘাত করা হয়। তার কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। এরপর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, এক বিদেশি নাগরিক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি বন্দর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন শাকিল ও সাজ্জাদ নামে দুজনকে আটক করে থানায় সোপর্দ করেছে।

পূর্ববর্তী নিবন্ধএবার ২৫ কোটি টাকা হয়ে গেল ৫ কোটি
পরবর্তী নিবন্ধনামাজ শেষে ফিরে দেখেন দোকানের ক্যাশ ভাঙা, নগদ টাকা উধাও