প্রবারণা পূণিমা উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের পক্ষ থেকে বৌদ্ধ সমপ্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ৪ অক্টোবর উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ ফ্রন্ট বান্দরবান পার্বত্য জেলার আহবায়ক জগদীশ বড়ুয়া। অতিথি ছিলেন কল্যাণ ফ্রন্ট বান্দরবান পার্বত্য জেলার সিনিয়ার যুগ্ম আহবায়ক পলাশ চৌধুরী, সদস্য সচিব মিথুন কান্তি দাশ। উপস্থিত ছিলেন রূপন কান্তি দাশ, মংসিনু মার্মা, প্রসেনজিৎ বড়ুয়া, ঊষান কান্তি তংচংঙ্গা, সন্তোস কুমার দাশ, সন্জীব দাশ সুমন, সদস্য উচিং মার্মা অনু, রাজীব কর, উমেচো মার্মা, চিংশৈপ্রু মার্মা ও খ্যয় থোয়াই মার্মা। প্রেস বিজ্ঞপ্তি।