পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের পুরস্কার বিতরণ

| রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

সূর্যগিরি আশ্রমের নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ। বিশেষ ছিলেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. নুর আহমদ, কমিটির সভাপতি বিজয় আচার্য্য, সাধারণ সম্পাদক নয়ন দাশ। উপস্থিত ছিলেন কুমার রতন, বিপ্লব চৌধুরী কাঞ্চন, টিটু চৌধুরী, ধীমান দাশ, কৃষ্ণ বৈদ্য, সমীর কান্তি দাশ, অর্চনা রানী আচার্য, তূর্ণা আচার্য্য, সোমা শীল, পায়েল শীল, বিষ্টা শীল, স্বপ্না শীল, পুষ্পা শীল, রুবেল শীল, শিমুল পাল, সুমি পাল, প্রবোধ পাল, কৃষ্ণাকলি আচার্য্য, রূপনা আচার্য্য, সুইটি আচার্য্য, সুমি চৌধুরী, লুনা বিশ্বাস, শিপ্রাবসু মল্লিক, মৌসুমী চৌধুরী, জুঁই রায়, লীলা ভট্টাচার্য, কৃষ্ণা ভট্টাচার্য, মানিক বড়ুয়া প্রমুখ। প্রধান অতিথি বলেন, এ ধরনের প্রতিযোগিতা সুনাগরিক গঠনে সহায়ক হবে।

পূর্ববর্তী নিবন্ধ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান