পশ্চিম গুজরা বদুমুন্সিপাড়া সমাজ কল্যাণ পরিষদের মিলাদুন্নবী (দ.) মাহফিল

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

রাউজানের পশ্চিমগুজরা বদুমুন্সিপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে ঈদে মিলাদুন্নবী (.) গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছিল খতমে কোরআন, জশনে জুলুস ও মিলাদ মাহফিল। মহাফিলে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান রমজান আলী। মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন পশ্চিম গুজরা মুনিরীয়া দারুস ছুন্নাহ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আলহাজ মুহাম্মদ আবদুল মান্নান। প্রধান বক্তা ছিলেন প্রভাষক মিজানুর রহমান আল কাদেরী। আলোচনায় অংশগ্রহন করেন মুহাম্মদ জসিম উদ্দিন নুরী, আবু মোহাম্মদ আযমী, হামিদ হাছান আহমদী,হাফেজ ওসমান হারুনী, হাফেজ মুহাম্মদ ওয়াক্কাস, মুহাম্মদ রেজাউল করিম আল কাদেরী। উপস্থিত ছিলেন রফিক মিয়া, আবু মোহাম্মদ, রফিক আহমদ, মফিজুর রহমান, মুহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আজিম, মুহাম্মদ সোয়েব, হাজী শেখ জাহেদ, মুহাম্মদ নুরুন্নবী, আলী আজগর পিন্টু, মুহাম্মদ ফিরোজ, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট মুহাম্মদ ফয়সল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাল জামেয়া ময়দানে জুমার নামাজে ইমামতি করবেন পীর সাবির শাহ
পরবর্তী নিবন্ধসাংবাদিক রইসুল হক বাহারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ