আমানত খান (র.) দরগাহে ১২ দিনব্যাপী আজিমুশশান মিলাদুন্নবী (দ.) মাহফিল

| বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ১:১৪ অপরাহ্ণ

রাসুলে পাক (.) দুনিয়া এবং আখেরাতে অর্থাৎ সৃষ্টি জগতের জন্য রহমত। বাবাজান কেবলা কাবা হযরত শাহছুফি আমানত খান (.) দরবার শরীফে ১২ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ছদারত ও আখেরী মোনাজাত করেন বাবাজান কেবলা কাবার আওলাদ ও সাজ্জাদানশীন মোতোয়াল্লী হযরত শাহজাদা মোহাম্মদ এনায়েত উল্লা খান (মা.জি..)। উপস্থিত ছিলেন, শাহজাদা ফরিদ উদ্দীন মো. আলী খান, শাহজাদা আহমদ উল্লা খান, শাহজাদা হাফেজ মৌলানা মাহমুদ উল্লা খান, শাহজাদা মোহাম্মদ নুরউল্লা খান ও শাহজাদা মোহাম্মদ আহসান উল্লা খান, মৌলানা মোহাম্মদ আবুল হাসেম শাহ, মৌলানা মোহাম্মদ তবারক আলী, শাহজাদা মাহিন খান, শাহজাদা ইশমাম খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধকদম মোবারক এতিমখানায় রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের খাদ্য বিতরণ