মাতৃময় বন্দনার পঞ্চম এবং মাতৃময় বন্দনার গীতা বিদ্যাপীঠ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গীতা পাঠ, ধর্মীয় গান ২৩ মে (শুক্রবার) বিকালে মাতৃময় বন্দনার উদ্যেগে গীতা পাঠ, ধর্মীয় গান নগরীর আন্দরকিল্লা বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাতৃময় বন্দনার পঞ্চম এবং মাতৃময় বন্দনার গীতা বিদ্যাপীঠ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সন্জয় চক্রবর্তী মানিক। এতে প্রধান অতিথি বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক ডাঃ অপূর্ব ধর, যুগ্ম সম্পাদক ডাঃ বিবরণ দাশ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী উত্তম দে মুন্না, সহ সাংগঠনিক অনিল কুমার আচার্য উপস্থিত ছিলেন।
মাতৃময় বন্দনা প্রতিষ্ঠাতা সুজন বিশ্বাসের পরিচালনায় অর্পিতা চৌধুরী সঞ্চালনা মাতৃময় বন্দনা গীতা পাঠ করেন কণিকা মিত্র এবং গীতা শিক্ষক ঈশিতা দাশ নেতৃত্বে সদস্য নাম অংকন বিশ্বাস, রিমন মজুমদার, রুবেল দে, শাওন দাশ, মিশু চন্দ্র, কণিকা মিত্র , বেবি মল্লিক, সুপর্ণা দাশ, অর্পিতা দাস শান্ত।