পটিয়াস্থ চাটরা ছনহরা সর্বজনীন জ্বালাকুমারী মন্দিরে গত ২১ ফেব্রুয়ারি থেকে ২ দিনব্যাপী মন্দির প্রতিষ্ঠার ১ম বর্ষপূর্তি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় অর্চনা ভট্টাচার্যের সঞ্চালনায় বিভু শীলের সভাপতিত্বে ধর্মসভা অনুষ্ঠিত হয়। ধর্মসভায় উদ্বোধক ছিলেন – ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), সুকৃতী রাণী দে। প্রধান অতিথি ছিলেন ছনহরা ইউপি চেয়ারম্যান মো. আবদুর রশিদ দৌলতী। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট রণজিৎ কুমার মিত্র, অ্যাডভোকেট অরুণ কুমার মিত্র, অধ্যাপক সুধীর দাশ, ইউপি সদস্যা শাহীন আকতার, ইউপি সদস্য ইকবাল হোসেন, রতন বিশ্বাস, সুচরিত ঘোষ, বিভু চক্রবর্ত্তী, উজ্জ্বল দত্ত, সঞ্জীব চক্রবর্তী টিংকু, সুরজিৎ সেন। শুভেচ্ছা বক্তব্য দেন, সুজন দাশ। স্বাগত বক্তব্য দেন, রাখেন ম্যাঙ্মি গোর্কী শীল (টিপু)। রাত ৮টায় ছনহরা নান্দনিক শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। রাত ১০টায় অধিবাস ও অন্নপ্রসাদ আস্বাদন, ২২ ফেব্রুয়ারি ব্রাহ্মমুহূর্তে চতুষ্প্রহরব্যাপী মহানাম সংকীর্তন। প্রেস বিজ্ঞপ্তি।