চট্টগ্রাম সরকারি সিটি কলেজ বাংলা মাস্টার্স ৯৬ ব্যাচের পুনর্মিলনী গত ২০ ফেব্রুয়ারি নগরের মোমিন রোডে অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক আবুল খায়ের ফটিকের আহ্বানে সেদিন একত্রিত হয়েছিলেন সদস্যবৃন্দ। দিনব্যাপী কর্মসূচিতে ছিল স্মৃতিচারণ, আড্ডা ও গানের আসর। দুপুরে কর্মসূচিতে অংশ নেন অবসরপ্রাপ্ত প্রফেসর রাশেদা খানম, প্রফেসর অধ্যক্ষ জেসমিন আক্তার ও প্রফেসর অধ্যক্ষ মিসবাহ উদ্দিন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা সংশপ্তকের চেয়ারম্যান আফরোজা মিল্কী পান্না, সোমা দাশ, পাপিয়া রুদ্র, সহযোগী অধ্যাপক টিপু সুলতান, সহযোগী অধ্যাপক ও লেখক মহি মুহাম্মদ, প্রভাষক গোলাম সারোয়ার মুরাদ, লেখক কাঞ্চন মহাজন, ব্যবসায়ী নূরুল আজিম, বিজন কান্তি পাল, সেলিম জাবেদ, পুলন কুমার গুপ্ত, সিনিয়র প্রভাষক সৈয়দুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।