‘ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্লেন্ড’ এর মোড়ক উন্মোচন

| শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৮ পূর্বাহ্ণ

ইস্পাহানি এবার শুধু চট্টগ্রামের ভোক্তাদের জন্য নিয়ে এসেছে ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্লেন্ড। “চাটগাইয়া অক্কলর মনর মতো চা”এই স্লোগানকে সামনে নিয়ে বাজারে নিয়ে আসা এ চাএর ব্লেন্ড তৈরি করা হয়েছে চট্টগ্রামের আপামর মানুষের চাএর স্বাদকে মাথায় রেখে। এ উপলক্ষে গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে একটি জমকালো মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে ইস্পাহানি টি লিমিটেডের ডিরেক্টরগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিস্ট্রিবিউটর ও রিটেইলাররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্লেন্ড এখন চট্টগ্রামের সব জায়গায় পাওয়া যাচ্ছে। চট্টলা ব্লেন্ডে বর্তমানে পাওয়া যাচ্ছে ৫০০ গ্রামের প্যাকেটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈমানের দাবি পূরণে আপনজনের অসুস্থতার মতই পেরেশান হতে হবে
পরবর্তী নিবন্ধআইইবি চট্টগ্রাম কেন্দ্রের ৩৮১তম কাউন্সিল সভা