আরো তিন মামলায় ফজলে করিমকে গ্রেপ্তার দেখানোর আদেশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪৩ পূর্বাহ্ণ

সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে রাউজান থানার আরো তিন মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম এ আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফজলে করিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে রাউজান থানার হত্যা চেষ্টা, ভাঙচুর ও নাশকতার তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে পুলিশের পক্ষ থেকে একটি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে উক্ত তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় গ্রেপ্তার হন এবিএম ফজলে করিম চৌধুরী। পরে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম আনা হয়। এখন পর্যন্ত রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১০টির বেশি মামলা দায়ের হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগণমাধ্যমকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে : সংস্কার কমিশন
পরবর্তী নিবন্ধবায়েজিদে দারোয়ান বাবুল খুনের মামলার প্রধান আসামি গ্রেপ্তার