কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ৭:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীর জুলধা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় জুলধা মাতব্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (০২ ডিসেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন – জুলধা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) মো. সেলিম (৩৫) সে একই ওয়ার্ডের জলিলের বাড়িড মনু মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃত আরেকজনের নাম আবুল কালাম আজাদ প্র: আবু (৪০) তার বাড়ি চট্টগ্রাম মহানগরে এবং আবু সেলিম মেম্বারের ব্যবসায়িক পার্টনার বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, যৌথ বাহিনী সেলিম মেম্বারকে কোতোয়ালি থানার একটি মামলায় গ্রেপ্তার করেছে। কিন্তু তার সহযোগী আবুকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করেনি পুলিশ। তবে তার বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় মামলা রয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, যৌথ বাহিনীর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধআজ দুবাই কর্মস্থলে ফেরার কথা ছিল চন্দনাইশের নুরের, কিন্তু…
পরবর্তী নিবন্ধকক্সবাজার মেরিন ড্রাইভে বাইকের ধাক্কায় সার্ভেয়ার নিহত