পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

পরে জড়িত চারজনকে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ নভেম্বর, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ’র বাংলাবাজার এলাকায় দিনেদুপুরে পুলিশের ওপর হামলা করে বিষ্ফোরক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে টানাহেঁচড়া, মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নাছির উদ্দিন নামের নগর ডিবি পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার নাম রায়হান উদ্দিন। তিনি সীতাকুণ্ড থানার একটি বিষ্ফোরক দ্রব্য ও দণ্ডবিধি আইনের মামলার আসামি। গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে আসামি ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। পরে পুলিশ বাংলাবাজারে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, মো. মফিজ, মো. ইকবাল, মো. আবুল ফয়েজ ও মো. শিমুল মিয়া। তবে ছিনতাই হওয়া রায়হান উদ্দিনকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অর্থাৎ গতরাত ১১ টা পর্যন্ত ফের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে এ ঘটনায় গ্রেপ্তারকৃত চারজনসহ মোট ১২ জনের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে আকবরশাহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০ থেকে ৬০ জনকে। নগর ডিবি পুলিশের এসআই মো. আমির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন, মো. শাহীন, মো. মাসুদ, মো. শাহী আদনান, মো. শাহী ইমরান জাওয়াদ, মো. রকি, মো. ফারুক, মো হোসেন ও রায়হান উদ্দিন (যিনি ছিনতাই হয়েছেন)। মামলার এজাহারে বলা হয়, সীতাকুণ্ড থানায় গত ৭ অক্টোবর দায়ের হওয়া একটি বিষ্ফোরক ও দণ্ডবিধি আইনের মামলায় রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করতে বাংলাবাজারের আলী শাহ ফকির এলাকায় অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একপর্যায়ে তাকে গ্রেপ্তারও করা হয়। তিনি ছিলেন মামলার ৫৪ নম্বর আসামি। গ্রেপ্তারের একপর্যায়ে তাকে পুলিশ ভ্যানে তোলা হয়। গাড়ি স্টার্টও হয়। এরমধ্যে আসামিরা পুলিশের গাড়ি থামিয়ে দেয়। পুলিশের সাথে টানাহেঁচড়া শুরু করে। কিলঘুষি মেরে বৈধ কাজে বাধা প্রদান করা হয়। একপর্যায়ে গ্রেপ্তার আসামি রায়হান উদ্দিনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে পুলিশ সদস্যরা বাধা প্রদান করেন। কিন্তু আসামিরা উপর্যপুরি মারধর করে রায়হান উদ্দিনকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ডিবি পুলিশের কনস্টেবল নাসির উদ্দিন আহত হয়েছেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ গতকাল রাত ১১ টায় দৈনিক আজাদীকে বলেন, সীতাকুণ্ড থানার একটি মামলার আসামি রায়হান উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চালায় নগর ডিবি পুলিশ। একপর্যায়ে তাকে গ্রেপ্তারও করা হয়। এরপর তাকে নিয়ে আসার সময় পুলিশের গাড়ি গতিরোধ করা হয়। একপর্যায়ে হামলা করে রায়হান উদ্দিন নামের ওই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। পলাতক আসামি মো. শাহীনের নেতৃত্বে এ হামলা হয়েছে। আমরা ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছি। পালিয়ে যাওয়া রায়হান উদ্দিন, ঘটনার নেতৃত্ব দেওয়া মো. শাহীনসহ ঘটনায় জড়িত সব পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। তিনি বলেন, হামলায় ডিবি পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকাজীর দেউড়ি শিশু পার্কের জায়গায় থিমপার্ক করার পরিকল্পনা চসিকের
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম পলিটেকনিকে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭