আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া সংযুক্ত আরব–আমিরাত শাখার যুগ্ম–সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসেন রিপনের পিতা মোহাম্মদ আনোয়ার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে, ৪ মেয়ে নাতী–নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের নামাজে জানাজা গতকাল বাদে মাগরিব বোয়ালখালী ৫নং সারোয়াতলী ইমামুল্লর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্সূফী সৈয়দ আব্রার ইব্নে সেহাব (ম.জি.আ), আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হাশেম প্রমুখ শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।